-
- জাতীয়
- জগন্নাথপুরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন।। এ কেমন শত্রুুতা
- আপডেট টাইম : March, 18, 2024, 10:30 pm
- 67 বার
সংবাদদাতা:: জগন্নাথপুর পাঁইলগাঁওয়ে সরকার থেকে লিজ নেয়া একটি পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার পাঁইলগাঁও ইউনিয়নের গোঁতগাঁও গ্রামের বিশিষ্ট শালিস বিচারক ও জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা আব্দুল বারিকের লিজকৃত সরকারী পুকুরে এ ঘটনা ঘটে।
বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ১ লক্ষ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা আব্দুল বারিক বলেন, তার বাড়ীর পাশে সরকারী একটি পুকুর সুনামগঞ্জ জেলা প্রশাসক থেকে লিজ এনে মাছ চাষ করছি।
পুকুরে রুই,কাতলা,কার্পো,মিরকাসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি।
কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।
সোমবার তিনি পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখেন পুকুরের মাছ মরে ভেসে উঠে। পুকুরের পাড়ে একটি বিষের বোতল পড়ে থাকতে দেখি।
পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে।
তিনি আরো বলেন, আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য হিংস্বাত্বক মনোভাব নিয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।
জগন্নাথপুর থানার এসআই নুর আলম বলেন, থানায় আসতে বলেছি। ওসি স্যারের সাথে আলাপ করে আইনগত ব্যবস্থা নিবো।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply