নবীগঞ্জে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেফতার ৩

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ থানা  পুলিশের পৃথক অভিযানে ডাকাতি মামলার আসামী আল আমিন(২২)সহ ৩জনকে গ্রেফতার করা করা হয়েছে । গ্রেফতারকৃত আল আমিন বাহুবল উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের শফিক মিয়ার পুত্র।
অপর গ্রেফতারকৃতরা হলো যৌতুক বিরোধী আইনের মামলায় পলাতক আসামী নবীগঞ্জ উপজেলার আমকুনা শাহপুর গ্রামের সজলু মিয়ার পুত্র মামুন মিয়া(৩৫) ও নিয়মিত মামলার পলাতক আসামী উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামের কুমেদ দাশের পুত্র সংগ্রাম দাশ (৪৫)।
 নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় এসআই অনিক পাল,এসআই আব্দুস সালাম,এসআই আনিসুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গত সোমবার দিন রাত নবীগঞ্জ ও বাহুবল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কামাল হোসেন পিপিএম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতাকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা