হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জের বানিয়াচংয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে ছাত্রলীগের সহ-সভাপতি নাঈম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে বানিয়াচং থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
নাঈম মিয়া চলতি বছরের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি বাড়িতে ফিরেছেন। এরপরই তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার বিকেলে নাঈম মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply