২ দফায় জানাজা শেষে রাজশাহীতে সমাহিত হবেন পাইলট তৌকির 

ডেস্ক নিউজ ::রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারান বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম। বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট হিসেবে ছিলেন তিনি। বিমানবাহিনীর প্রয়াত এ সদস্যের দাফন হবে রাজশাহী নগরীর সপুরা এলাকায়।  তার আগে ঢাকা ও রাজশাহীতে দুই দফায় জানাজা হবে তার।

নিহত তৌকিরের মামা রফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার মৃত্যুর খবর শোনার পর তৌকিরের পরিবারের সদস্যদের ঢাকায় নেওয়া হয়।  মঙ্গলবার দুপুরে ঢাকায় প্রথম জানাজা শেষে মরদেহ রাজশাহীতে আনা হবে।  দ্বিতীয় দফায় রাজশাহী উপশহর ঈদগাহ মাঠে তার জানাজা হবে। এরপর বিকালে সপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে পাইলট তৌকিরের কবর প্রস্তুতির কাজ। বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর উপশহর এলাকায় অবস্থিত সপুরা গোরস্থানে গিয়ে দেখা যায় মসজিদের পাশে তার কবর খোঁড়া হচ্ছে।
কবর খননকারীরা বলেন, ‘এটি হবে পাইলটের কবর। সকাল থেকেই আমরা কয়েকজন এটি প্রস্তুতের কাজ শুরু করেছি। ’
এর আগে সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৫ জনই শিশু।

সূত্র : যুগান্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা