হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের মাধবপুরে মসজিদে পবিত্র শবে মেরাজের মিলাদের শিরনি বিতরণকে কেন্দ্র করে প্রতিপক্ষের ফিকলের আঘাতে হেলাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
শনিবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হেলাল মিয়া ওই গ্রামের মৃত ছনাই মিয়ার ছেলে।
নিহতের ছোট ভাই ফয়সল মিয়া জানান, পবিত্র শবে মেরাজ উপলক্ষে স্থানীয় নূরে মদীনা মসজিদে মিলাদের শিরনি বিতরণে বাধা দেয় কতিপয় যুবক। এ নিয়ে যুবকদের সাথে হেলাল মিয়ার কথা কাটাকাটি হয়। পরে মসজিদ থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন হেলালের উপর হামলা করে। এক পর্যায়ে তাদের ফিকলের আঘাতে হেলাল মাটিতে লুটিয়ে পড়ে।
রাত একটার দিকে স্বজনরা হেলালকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন।
ডাঃ মিঠুন রায় জানান, শরীরে একটা আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ধারণা করছেন ফিকলের আঘাতটা নিহতের হৃদযন্ত্রে লেগে থাকতে পারে।
খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, হাসপাতালে হেলালকে মৃত ঘোষণার পর পুলিশ বিষয়টি জানতে পেরেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।