নবীগঞ্জ সংবাদদাতা: :নবীগঞ্জে মাসহ ৩ পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা হলো নবীগঞ্জ উপজেলার ছোট পিরোজপুর গ্রামের আসমা বেগম(৪০),তার ৩ পুত্র মুস্তাক মিয়া (২২),রুবেল মিয়া(২০) ও ফয়েজ মিয়া(১৮)।
শুক্রবার(২৭জুলাই) ভোর রাতে নবীগঞ্জ থানার পুলিশ অভিযান পরিচালনা করে নিজ বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়,গত রমজান মাসে সুলতান মিয়ার স্ত্রী নেহার বেগমের সাথে ইফতারী নিয়ে ঝা আসমা বেগমের সংঘর্ষ হয়। এ ঘটনায় নেহার বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেফতার করে।
নবীগঞ্জ থানার এসআই ফুলচান আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।