হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের বাহুবলে বাসচাপায় নাসির উদ্দিন (৪৫) নামের এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন।দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।নিহত নাসির উদ্দিন উপজেলার চন্দনিয়া গ্রামের নছর আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার মোহনা কমিউনিটি সেন্টারের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত বাহুবল উপজেলার চালিচারা গ্রামের আছাদ উল্লাহর ছেলে নূর উল্লাহ (৪৩), একই উপজেলার হরিতলা গ্রামের শফিক মিয়া (৪৮) এবং আব্দুল্লাহকে (৪০) গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় হরিতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে সেলিম মিয়াকে (৩৮)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ভোরে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নাসির উদ্দিন। দুর্ঘটনায় আহত হন অটোরিকশার চার যাত্রী।