জসিম তালুকদার॥ নবীগঞ্জে পৃথক-পৃথক স্থানে সংঘর্ষের খবর পাওয়া যায়। জানা যায় গতকাল সোমবার নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সংঘর্ষে ১৪ জন আহত হয় ।
আহতরা নবীগঞ্জ উপজেলার রুবেল মিয়া (২১), সোনাবান বিবি (৪৫), ফুলনেছা বিবি (৩৫), শিল্পি বেগম (৩৫), হাসান মিয়া(১২), মঘল মিয়া(১৪), শাহিদ মিয়া(৩০), রাসেল মিয়া (১২), মনির মিয়া(২৪), রুবা বেগম(৩০), আফজল মিয়া(১৭), মিনা বেগম(৫৫), ফয়সল মিয়া (২১) আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।