হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের ব্যবসায়ী রাশেদ মিয়ার খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মাধবপুর বাজার সমিতির নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাধবপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. সেলিম, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, আলমগীর হোসেন টিপু, আলী মো. এরশাদ, জামাল উদ্দিন, হাফেজ শাহ আলম, আশরাফুল আলম টিটু, মাসুদ খান প্রমুখ।
মাধবপুর বাজারের ব্যবসায়ী রাশেদ মিয়া (৩৫) দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত শুক্রবার রাতে মারা যায়। এ ব্যাপারে রাশেদ মিয়ার স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।
নিহত রাশেদ মিয়া পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের চান মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, রাশেদ মিয়া মাধবপুর বাজারে মনোহারী ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ব্যবসার কাজ শেষে মাধবপুর শহরের শ্যামলীপাড়া বাসায় যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার মধ্যরাতে তিনি মারা যান।