নোয়াখালী থেকে নবীন:: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে পিকআপভ্যান চাপায় মনিরুল ইসলাম (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে চরজব্বর-সোনাপুর সড়কের আল আমিন বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম নোয়াখালী পৌরসভার উজ্জলপুর গ্রামের জাহিদুল করিমের ছেলে। তিনি হাতিয়ার চানন্দি ইউনিয়নের দ্বীপ উন্নয়ন সংস্থায় মাঠ সংগঠক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল যোগে বাড়ী থেকে নিজ কর্মস্থল চানন্দিতে যাচ্ছিলেন মনিরুল ইসলাম। পথে চরজব্বর-সোনাপুর সড়কের আল আমিন বাজার এলাকায় পৌঁছলে চেয়ারম্যানঘাট থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যান তাকে সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর চালক গাড়ীটি রেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।