নোয়াখী থেকে নবীন::নোয়াখালীতে আগামী ১৯ জানুয়ারি শনিবার ৫ লাখ ২২ হাজার ৯৬০জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি বিষয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা সিভিল সার্জন। আজ সকাল ১১টায় তাঁর কার্যালয়ের হল রুমে প্রেস ব্রিফিং করা হয়। প্রেস ব্রিফিং এ জানানো হয় পুরো জেলায় ২ হাজার ২৮৭টি কেন্দ্রের মাধ্যমে এসব শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। দুর্গম ও চরাঞ্চল এলাকায় শিশুদের ক্যাপসুল খাওয়ানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় ৪হাজার ৫শত ৭৪ জন স্বেচ্ছা সেবক ঐ দিন এ কাজে সাহায্য করবেন। কোন শিশু প্রথমদিন ক্যাপসুল খাওয়ানো কর্মসূচী থেকে বাদ পড়েছে কিনা তা যাচাইয়ের জন্য পরবর্তী ৪ দিন সংশ্লিষ্ট কর্মীগণ নিজ নিজ এলাকায় বাড়ী বাড়ী গিয়ে যাচাই করবে এবং তাৎক্ষণিক ভাবে ঐ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, সিভিল সার্জন বিধান চন্দ্র সেন গুপ্ত। এ সময় ভিটামিন ‘এ’ বিষয়ে একটি ডকুমেন্টরি উপস্থাপন করেন ডা. দিপন চন্দ্র মজুমদার।
অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।