নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজান উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা এনামুল কবির মুন্নাকে এক সন্ত্রাসী মোবাইল ফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়েছে।
গত ১১/০২/১৯ইং রোজ সোমবার বিকাল ৩.টা ৫০ মিনিটে সময় গোলাম রহমান পরিচয় দিয়ে এক সন্ত্রাসী এনামুল কবির মুন্নার মোবাইল ফোনে তাকে হত্যা করে লাশ হাসপাতালের মর্গে পাঠানোর হুমকি দেয়।
এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করা হয় (জিডি নম্বর-৯১৫)। জিডিতে এনামুল কবির মুন্না উল্লেখ করেছেন,সোমবার বিকাল ৩টা৫০মিনিটে গোলাম রহমান নামের এক ব্যক্তি এই 01828332874 নম্বর থেকে আমার মোবাইল ফোনে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।