ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধান মাড়াইয়ের কাজে ব্যবহৃত অটো মেশিনবাহী গাড়ীর নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের শ্রীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সোহাগ মিয়া (২৩)। সোমবার সন্ধ্যায় উপজেলার ফুলপুকুরিয়া পানিতলা রোডে এই দূর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নিকট আত্মীয় এ্যাড. রাশেদ মুন জানান, ফুলপুকুরিয়ার পানিতলা রোড়ে ধান মাড়াই কাজে ব্যবহৃত অটো ভুট্টো মেশিনের বহনকারী গাড়ীতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মেশিনের গাড়ী উঠে যায়। এতে গাড়ীতে থাকা অপর দুইজন লাফ দিয়ে প্রাণ বাঁচালেও গাড়ীর চালক সোহাগ গাড়ীর নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জের থানার ওসি নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য আজ ৮ ঘন্টার ব্যাবধানে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ও গোবিন্দগঞ্জে ৪ জন নিহত হয়।

গোবিন্দগঞ্জে ধান মাড়াইয়ের গাড়ীর নিচে পড়ে যুবক নিহত

নোয়াখালী প্রতিনিধি:: তৃণমূলে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশেনাল (সংস্থার) উদ্যেগে সোমবার দিনব্যাপী নোয়াখালী জেলা শহরের নাইস গ্রেষ্ট হাউজে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টি, সাংবাদিক সহ সকল দলের লোকজনের অংশ গ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাস্থ্য, মাদকসহ পাঁচটি বিষয়ের উপর আলোচনা হয়। এই সময়ে বক্তাগণ প্রথমে স্বাস্থ্যসেবার সমস্যাগুলো চিহ্নিত করেন এবং নোয়াখালী জেনারেল হাসপাতালসহ সরকারী হাসপাতাল গুলোতে তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থাসেবা পাচ্ছে কিনা এ নিয়ে আলোচনা হয়। স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশেনাল মাধ্যমে জেলা স্বাস্থ্যসেবার সভাপতি স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী কে বিষয়টি জানানোর সিদ্ধান্ত হয়।
এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মনিনুল হক (বিএসসি), জেলা বিএনপির যুগ্ন সম্পাদক লিয়াকত আলী, জাতীয় পার্টির নেতা আবদুল হামিদ, ডেমোক্রেসি ইন্টারন্যাশেনালের লুবাইন চৌধুরী মাসুম, ডেপুুটি ডিরেক্টর লিপিকা রাণী বিশ^াস, সিনিয়র রিজিওনাল কো-অডিনেটর আবুল বাশার, প্রোগাম সহকারি মর্তুজা আক্তার জাহান, সাংবাদিক আকবর হোসেন সোহাগ ও আবু নাছের মঞ্জু, এডভোকেট হাজেরা পারভিন, নিলুপা মমিন, ভিপি শাহানা, জাতীয় পার্টির নেতা মোঃ মোসাদ্দেক ও রেহানা আক্তার সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

নোয়াখালীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশেনাল সংস্থার এডভোকেসি সভা

ফেসবুকে আমরা