আবু ছালেহ::নবীগঞ্জে ব্যাটারী চালিত টমটম গাড়ী উল্টে শিশু,মহিলা,চালকসহ ৬জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল সোমবার বিকেলে ইনাতগঞ্জগামী যাত্রীবাহী একটি ব্যাটারী চালিক টমটম গাড়ী উপজেলার দীঘলবাক ইউনিয়নের চরগাঁও গ্রামের নিকটে ব্রীজের উপর থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ব্রীজের নীচে পড়ে যায়। এ সময় চালকসহ গাড়ীতে থাকা সকল যাত্রী আহত হন।
আহতরা হলেন,চরগাঁও গ্রামের হাবিবুর রহমান (৩০),ইকবাল হোসেন(২৫),রুহুল আমিন(৫),সামাজুল ইসলাম (২০),ইনাতগঞ্জের মোস্তফাপুর গ্রামের হাজেরা বিবি(৭০) ও টমটম চালক আব্দুর রহিম(৩৫)।
আহতদের ইনাতগঞ্জে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত হাবিবুর রহমান জানান,চরগাঁও গ্রামের নিকটে ব্রীজ থেকে নামার সময় দুর্ঘটনাটি ঘটে। তার হাত ও মাথায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে। গাড়ীতে থাকা সবাই আহত হয়েছেন।