তাজুল ইসলাম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে::সুনামগঞ্জের দোয়ারাবাজারে করাতকল কেড়ে নিল মুক্তিযোদ্ধা সন্তান রবিউল মিয়ার (৪০) ডান হাতের কব্জি। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সে উপজেলার ৯ নং সুরমা ইউনিয়নের মারপসি গ্রামের মুক্তিযোদ্ধা মৃত মহরম আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ২৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে একই ইউনিয়নের বরকত নগর গ্রামের জকির মিয়ার মালিকাধীন স’মিলে কাঠ চিরানোর সময় করাতের চাপে রবিউলের ডান হাতের কব্জি দ্বিখন্ডিত হয়ে যায়। রবিউল ওই স’মিলে শ্রমিকের কাজ করতো।
উল্লেখ্য, বাংলাদেশ করাতকল আইনে সীমান্তের ৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে করাতকল স্থাপনে লাইসেন্স প্রদান নিষিদ্ধ রয়েছে। তথাপি দোয়ারাবাজার উপজেলা সীমান্তের নিষিদ্ধ এলাকাজুড়ে রয়েছে বিভিন্ন হাট-বাজারে লাইসেন্স বিহীন স’মিলের ছড়াছড়ি। প্রশাসনের অভিযানে মাঝে মধ্যে লাইসেন্স বিহীন কিছু সংখ্যক স’মিল জব্দ করে যন্ত্রপাতি নিয়ে গেলেও কোন অদৃশ্য কারণে কিছুদিন পর আবারও তৎপর হয়ে উঠে স’মিল ব্যবসায়ীরা। এ ছাড়া কোনো কোনো স’মিলে চোরাইপথে আসা ভারতীয় বিভিন্ন প্রজাতির কাঠের ছড়াছড়ি বিদ্যমান থাকার অভিযোগ রয়েছে।