ডেস্ক নিউজ:: সিলেটে আরও একজন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৩৬ বছর বয়সী এই ব্যক্তির বাড়ি সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের টিকরপাড়ায়। রোববার রাতে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ব্যক্তির পজেটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন বলেও জানান তিনি।এ পর্যন্ত সিলেট জেলা চারজন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রথম শনাক্ত হওয়া রোগী ডা. মো: মঈন উদ্দিন মারা গেছেন।অন্য তিনজন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।