নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে পানি পান করার নলকুপ চুরির হিড়িক পড়েছে। গত এক সপ্তাহে ২৩ টি নলকুপ চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে ইনাতগঞ্জের লামলীপাড় গ্রামের রিপন মিয়ার বাড়ি থেকে ২টি নলকুপ চুরি হয়েছে। এর আগে ইছবপুর শ্রী শ্রী যোগানন্দ আশ্রম,মধ্যসমত,আগনাসহ বিভিন্ন গ্রাম থেকে ২৩ টি নল খুলে চুরি করে নিয়ে যায় চোরের দল। দেখার যেন কেউ নেই।
জানাযায়,এলাকায় একটি সংঘবদ্ধ চোরের দল রয়েছে। তারা প্রতি রাতে কোন না কোন বাড়িতে হানা দিয়ে নলকুপগুলো খুলে নিয়ে যায়। ফলে লোকজন পড়েছেন বিপাকে। অনেক বাসা বাড়ির মালিকরা নলকুপের সাথে সংযোগ দিয়ে মটর ব্যবহার করেন। নলকুপগুলো চুরি হওয়ায় তারা পড়ছেন দুর্ভোগে।
এমন পরিস্থিতিতে প্রশাসনের টহল ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।