এসটিভি ডেস্ক:: হবিগঞ্জ-১ আসনে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী রেজা কিবরিয়ার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শুক্রবার আপিল শুনানির দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন রেজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এর আগে গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের দিন রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করেন হবিগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। সিটি ব্যাংক ক্রেডিট কার্ড ডিভিশন এবং ঢাকা ব্যাংক থেকে অভিযোগের ভিত্তিতে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
Leave a Reply