২০ আগষ্ট মঙ্গলবার বিকালে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।নিহত সদরের গাইবান্ধা সদরের লক্ষিপুর ইউনিয়ানের বালা আটা বাজারের কসাইপাড়া গ্রামের রেজাউল কসাইয়ের দুই শিশু পুত্র।মঙ্গলবার উক্তন গ্রামে পুকুরের পানিতে ডুবে ৫ ও ৬ বছরের দুই সহদরের করুন মৃত্যু হয়েছে।
দুই সন্তানের এমন করুন মৃত্যুতে বারবার নির্বাক হয়ে যাচ্ছেন নিহত দুই শিশুর বাবা – মা সহ পরিবার পরিজন। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শাহরিয়া।
অপরদিকে গাইবান্ধা স্যাদুল্লাপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যু।২০ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত হলেন উপজেলার কুটিপাড়া গ্রামের মুত্যু মন্তজ মিয়ার পুত্র বকু মিয়া (৫০)।জানা যায়,উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের পাকুড়ীয়া বিলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা প্রায় ১ঘন্টা খোজাখুজির পর সন্ধে সাড়ে ৭টার দিকে বকু মিয়ার লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী হাফিজুর রহমান জানায়, বকু মিয়াকে বিলের উত্তর দিক থেকে পানিতে মাছের জাল পুঁতে রাখতে দেখেছে সে। পরবর্তীতে বিলের মাঝামাঝি পানিতে ডুবে যায় আর ভাসতে না দেখে স্থানীয়দের পানিতে খোঁজতে থাকে । অনেক খুঁজে না পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের খবর দিলে ডুবুরিরা স্থানীয়রা সন্ধ্যা ৭টায় ঘটনা স্থলে আসার আগেই স্থানীয়রা লাশ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেন সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ।
Leave a Reply