নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নবীগঞ্জে ইনাতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ইনাতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলরুমে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে ইনাতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক সমিতির সভাপতি আশাহীদ আলী আশার সভাপতিত্বে ও ইনাতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল ছোবান, ইনাতগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি দিলবার হুসেন, ম্যানেজিং কমিটির সদস্য এলিম উদ্দিন, রহমান উল্যাহ, রিপন মিয়া, ছইদুল ইসলাম, জিয়াউর রহমান, প্রমুখ। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন মধ্যেসমত ইছব পুর জামে মসজিদের ঈমাম মাওলানা সেলিম আহমেদ ও ইনাতগঞ্জ পশ্চিম বাজার জামে মসজিদের মোয়াজ্জেম ইব্রাহিম খলিল।
Leave a Reply