নবীন,নোয়াখালী প্রতিনিধি -নোয়াখালীর চাটখিলে পুকুরের পানিতে ডুবে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার খিলপাড়া ইউনিয়নের পূর্ব দেলিয়াই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির পিতা মাওলানা কামরুল হাসান একই ইউনিয়নের অমরপুর জামে মসজিদের পেশ ইমাম।
স্থানীয়রা জানান, পরিবারের সকলের অজান্তে শিশু আফজাল তাদের ঘরের পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে তার স্বজনরা বিভিন্ন স্থানে খোজাখুজিঁ করে পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
চাটখিল খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) আলমগীর জানান, কেউ এ অপমৃত্যুর বিষয়ে তাদেরকে অবহিত করেনি।
Leave a Reply