ডেস্ক রিপোর্ট ::করবিহীন জনবান্ধব বাজেটে জনগণ খুশি হলেও বিএনপি অখুশি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।রাজধানীর ধানমণ্ডি ৩২ এ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপি প্রতারণা নিয়ে কি ভাবছে? তারা ভালো বাজেটে প্রতারিত হচ্ছে তাই? বাজেটটা জনগণের স্বার্থে আসছে এবং কোনো কর ছাড়া বাজেট আসছে এতে তো জনগণ খুশি। জনগণ খুশি হলেই বিএনপি অখুশি হবে এটাই স্বাভাবিক।
কাদের বলেন, সিইসি কি বলেছে, এটা আমাদের বোঝা উচিত। সিইসি বলেছেন, মনে হয় সেনাবাহিনী মোতায়েন হতে পারে। সেনাবাহিনী মোতায়েন তো পরিস্থিতির প্রয়োজনে ইসি অনুরোধ করবে সরকারকে, কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয় আইন প্রয়োগকারী যে সংস্থা ইসির অধীনে যাবে, সেনাবাহিনী কিন্তু এর মধ্যে নেই।
তিনি বলেন, আমরাও কিন্তু বলিনি সেনাবাহিনী মোতায়েন হবে না। যদি পরিস্থিতিতে প্রয়োজন হয়, সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন নির্বাচন কমিশন সরকারকে অনুরোধ করবে। তাহলেই কেবল সেনাবাহিনী মোতায়েন করা হবে।
Leave a Reply