ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা::গাইবান্ধার সাঘাটায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
২সেক্টম্বর বুধবার সকাল ১০ টায় সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দীর্ঘলকান্দি গ্রামে একই সাথে বৃষ্টির জমানো পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশুরা হলো, দীর্ঘলকান্দি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে হাসান উল্যা (৫) ও কামালের পাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামের শামীম মিয়ার একমাত্র ছেলে সিফাত (৫)।
পারিবারিক সুত্রে জানা যায়, সিফাত তার নানা বাড়ি দীঘলকান্দি গ্রামে বেড়াতে গিয়ে বুধবার সকালে হাসান উল্যার সাথে খেলতে গিয়ে দুজনেই নিখোঁজ হয়।পরিবারের লোকজন অনেক খোঁজা-খুঁজির এক পর্যায়ে বাড়ির অদুরে ডোবার তীরে দু’জনার পায়ের সেন্ডেল দেখে সন্দেহ হয়। পরে ডোবায় জমানো বৃষ্টির পানির ভেতর খোঁজা-খুজিঁ করে দু’জনকে ডুবন্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত তাদেরকে সাঘাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানা পুলিশ।
Leave a Reply