-
- জাতীয়
- দোয়ারাবাজারে পুলিশের অভিযানে বিদেশী মদের চালানসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট টাইম : September, 5, 2020, 9:21 am
- 312 বার
এনামুল কবির মুন্নাঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৩১ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী নুর মিয়াকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী নুর মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পশ্চিম ঘিলাতলী গ্রামের মৃত ইছাক আলীর পুত্র।
পুলিশ প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলমের নির্দেশনায় এসআই রাকিবুল হাছানের নেতৃত্বে এসআই নােবেল সরকার ও এএসআই আকছির মিয়ার সহযোগিতায় সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘিলাতলী গ্রামে অভিযান চালিয়ে পশ্চিম ঘিলাতলী গ্রামের মাদক ব্যবসায়ী নুর মিয়ার পশ্চিম ভিট টিনসেড বসত ঘরের মধ্যের কক্ষের খাটের নীচ হইতে একটি হালকা সবুজ রংয়ের প্রাষ্টিকের বস্তার ভিতর বাদামি রংয়ের কার্টুনে ৩১ (একত্ৰিশ) বােতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী অফিসার চয়েজ ১৮o মিলি মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম জানান, মাদক ব্যবসায়ী নুর মিয়া দীর্ঘদিন যাবত আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছিল। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মাদক ও মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply