নবীন,নোয়াখালী প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জের ধরে রাতে নোয়াখালীর সুধারামের পূর্ব লক্ষীনারায়নপুর গ্রামের হিংসা মার্কেটের পূর্ব পাশে একটি বসত বাড়ীতে ফ্লিম স্টাইলে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের ভাড়াটে একদল সন্ত্রাসীরা। এসময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে তারা বসত ঘর থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ সহ ৫ লাখ টাকার মালামাল লুটপাট করেছে।
সুধারাম থানার পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধিদের গ্রেপ্তারের আশ্বাস দেন। বসত ঘরের প্রবাসীর স্ত্রী নাসরিন ও এলাকাবাসী জানান, প্রবাসী মোশারফের হোসেনের স্ত্রী দীর্ঘদীন থেকে এখানে বসবাস করছে।
হঠাৎ করে রাতে ৩০-৪০ জনের একদল সন্ত্রাসী মোটরসাইকেলযোগে এসে হামলা-ভাংচুর করে এবং জিনিসপত্র লুটপাট করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবেনা। তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
Leave a Reply