এনামুল কবির (মুন্না): সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক বুদ্ধি প্রতিবন্ধি মেয়েকে ধর্ষণের অভিযোগে রইছ আলী (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব রাউলী গাঁও গ্রামের অসহায় বুদ্ধি প্রতিবন্ধি মেয়ের ধর্ষণের ঘটনাটি ঘটেছে।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার
বিকেলে বুদ্ধি প্রতিবন্ধি (১৮) মেয়েটিকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় নরসিংপুর ইউনিয়ন পূর্ব রাউলী গাঁও গ্রামের হারিছ আলীর পুত্র রইছ আলী।
এ ঘটনায় শুক্রবার (১১ সেপ্টেম্বর ) বিকেলে বুদ্ধি প্রতিবন্ধির মেয়ের মা বাদি হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা নং-০৫ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোররাতে এসআই সানাউল্লাহ ও এসআই নোভেল সরকার রইছ আলীকে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।
দোয়ারাবাজার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নাজির আলম বলেন ধর্ষণের শিকার মেয়েটির মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী রইছ আলীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply