নবীগঞ্জ প্রতিনিধি::নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বরের নিকটে সিএনজি অটোরিক্সার নিচে চাপা পড়ে জব্বর বেপারী (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তি শরিয়তপুর জেলার ডামুড্ডা উপজেলার ধনই গ্রামের মৃত মোতাহের বেপারীর ছেলে।
জানাযায়, গত সোমবার রাত ৩টার দিকে নিহত জব্বর বেপারী বানিয়াচং উপজেলার মার্কুলী যাওয়ার জন্য আউশকান্দি কিবরিয়া চত্বরে গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আউশকান্দি থেকে ছেড়ে যাওয়া নবীগঞ্জ গামী একটি সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দেয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে তার পরিবারের লোকজন নিহতের নিয়ে যায়।
এ সময় তার পরিবারের লোকজন জানান নিহত জব্বর মার্কুলীতে একটি আইসক্রিম ফ্যাক্টরিতে চাকুরী করতো। ওই সময় সে দেশের বাড়ী থেকে মার্কুলী যাচ্ছিলো।
Leave a Reply