-
- জাতীয়
- সুনামগঞ্জে পানিতে ডুবে নিহত শিশুর লাশ দেখতে গিয়ে আরেক শিশুর মৃত্যু
- আপডেট টাইম : September, 26, 2020, 4:00 pm
- 438 বার
সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পানিতে ডুবে মাহিন মিয়া(৪) নামে নিহত এক শিশুকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ মিয়া (১২) নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মাহিন মিয়া উপজেলার চামরদানি ইউনিয়নের বিছরাকান্দা গ্রামের কবির মিয়ার ছেলে। আর বিদ্যুৎস্পৃষ্টে নিহত মারুফ মিয়া একেই ইউনিয়নের সুলেমানপুর গ্রামের রফিক মিয়ার ছেলে।
এঘটনার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার(২৫,০৯,২০২০) দুপুরে পৃথক পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
জানাযায়,উপজেলার চামরদানি ইউনিয়নের
বিছরাকান্দা গ্রামে পরিবারের লোকজনের অজান্তে মাহিন মিয়া বাড়ি সংলগ্ন ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের লোক জন খোঁজ খোঁজির এক প্রর্যায়ে ডোবা থেকে মাহিনের মরদেহ উদ্ধার করে। এ খবর পেয়ে পার্শ্ববর্তী সুলেমানপুর গ্রামের মারুফ মিয়া তার মায়ের সাথে নৌকায় করে মাহিনকে দেখতে যাচ্ছিল। নৌকায় করে যাওয়ার সময় বৈদ্যুতিক লাইনে জড়িয়ে মারুফ পানিতে পড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে মধ্যনগর বাজারে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply