ডেস্ক রিপোর্ট :: সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরীর মাতা রফিকুন্নেছা চৌধুরী সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দুই পুত্র ও চার কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা আজ সোমবার বাদ আছর দিরাইয়ের তাড়ল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
পারিবারিক সূত্র জানা যায়, গত সপ্তাহে মরহুমা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর তাকে গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল গ্রামে নিয়ে আসা হয়। সেখানে সোমবার সকালে তিনি ইন্তেকাল করেন।
Leave a Reply