মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে ইমন মিয়া (১১) নামে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইমন উপজেলার কামারচাক ইউনিয়নের হাদিকরাইয়া গ্রামের মিসবা মিয়ার ছেলে।সে বুধবার সন্ধায় সে বন্যার পানির স্রোতে নিখোঁজ হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামারচাক ইউনিয়নের করাইয়া এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যায় সে বন্যার পানির স্রোতে নিখোঁজ হয়।
কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম বলেন, বুধবার রাতে ইমন স্থানীয় মসজিদে নামাজ পড়তে যায়। সেখান থেকে বাড়ি ফেরার সময় মনু নদের ভাঙনের ফলে সৃষ্ট প্লাবনে ভেসে গিয়ে সে নিখোঁজ হয়। পরে বিকেলে মৌলানা একলাছুর রহমানের বাড়ির পাশে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply