সুনামগঞ্জ প্রতিনিধি::
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ত্যাগী সংগঠন, বাঙ্গালি জাতির জন্য আওয়ামী লীগ ত্যাগ স্বীকার করে যাচ্ছে। আর এই আওয়ামী লীগের ত্যাগী প্রতীক, ঐক্যের প্রতীক, স্বাধীনতার প্রতীক, মুক্তিযোদ্ধের প্রতীক, উন্নয়নের প্রতীক, সকল স্তরের সাধারন জনগনের প্রতীক নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আগামী শনিবার জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে মিজানুর রশিদ ভূঁইয়া (মিজান) কে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাহেবের নেতৃত্বে আমরা জগন্নাথপুরের উন্নয়ন করে যেতে চাই। তিনি আরো বলেন, ‘আপনারা অতীতেও নৌকা মার্কায় ভোট দিয়েছেন, এই নৌকা মার্কায় ভোট দিয়েই বাংলার মানুষ তাঁর স্বাধীনতা পেয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়েই আজকে বাংলাদেশ সমগ্র বিশ্বে উন্নয়নের রোলমডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, সম্মান পেয়েছে। তাই সকল নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌর সভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়ার নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ ও দলীয় কার্যালয়ে কর্মীসভায় উপরোক্ত কথা গুলো বলেন। তিনি বক্তব্যের শুরুতে জাতীয় নেতা জগন্নাথপুরের মরহুম আব্দুস সামাদ আজাদ, মরহুম হুমায়ুন রশিদ চৌধুরীসহ সকল জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানান। জগন্নাথপুর পৌর আওয়ামী লীগ সভাপতি ডাক্তার আবদুল আহাদ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনা মিয়া, আব্দুল কাইয়ুম মশাহিদ, সিরাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সদস্য সৈয়দ মাসুম আহমদ প্রমুখ।
Leave a Reply