কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার বড়চতুল ইউপির মাঝবড়াই গ্রামে গতকাল রবিবার
সকাল ৭টার দিকে গাছের ডাল কাটার সময় ডালের আঘাতে আসাদ উদ্দিন (১৭) নামে এক কিশোরের
মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর
সহযোগিতায় গাছের মগডালে আটকে থাকা আসাদের লাশ মাটিতে নামিয়ে আনেন।
জানা যায়, ইউপির কাদিরগ্রামের দরিদ্র নিজাম উদ্দিনের ছেলে আসাদ উদ্দিন পাশর্^বর্তী মাঝবড়াই
গ্রামের হাজী আব্দুর রহমানের বাড়িতে গত দুইদিন থেকে গাছপালার ডাল কাটছিল। রবিবার সকালে
আসাদ একটি গাছের মগডালে উঠে ডাল কাটার শেষ পর্যায়ে ডাল ভেঙ্গে বুকে ও মাথায় আঘাত
প্রাপ্ত হয়ে গাছের একটি মগডালে আটকা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় থানায়
একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply