হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে মিতালী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাস ও সিলেটগামী
মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর
পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ
ঘটনাস্থলে পৌছে আহতদেরকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ
করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইলাম তৌফিক
জানান, নিহত মাইক্রোবাস চালক আজমান মিয়া শায়েস্তাগঞ্জ বিরামচর
গ্রামের আব্দাল মিয়ার ছেলে।
Leave a Reply