ডেস্ক নিউজ:: সিরাজগঞ্জের বেলকুচিতে যাকাতের কাপড় নিতে গিয়ে প্রচন্ড গরমে এক মহিলা নিহত হয়েছেন। এসময় কয়েক জন আহত হয়েছেন।নিহত হলেন, বেলকুচি উপজেলার চন্দগাঁতী নিশিবাড়ি গ্রামের মঙ্গল চন্দ্র দাসের স্ত্রী ছবি রানী দাস (৬২)।
শুক্রবার (১৫ জুন) দুপুরে সাবেক মন্ত্রী এবং বর্তমান সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের গ্রামের বাড়ি বেলকুচির কামারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, যাকাতের কাপড় আনতে গিয়ে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বাড়িতে প্রচন্ড গরমে ও ভিড়ের চাপে বেশ কয়েকজন আহত হন। পরে তাদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ছবি রানী দাসের মৃত্যু হয়।
Leave a Reply