২৯ অক্টোবর,জামাল আহমেদ, ভৈরব প্রতিনিধি ॥ ফ্রান্সে মহানবী (সঃ )কে ব্যঙ্গচিত্রর প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে তৌহিদী জনতা । তৌহিদী জনতার আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে কমলপুর বাসষ্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এ সময় ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয় । সমাবেশে বক্তব্য রাখেন ভৈরব ইমাম উলামা পরিষদ সভাপতি আবদুল্লাহ আল-আমিন,ভৈরব বাজার জামে মসজিদের খতিব হাফেজ জামাল উদ্দিন, কমলপুর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিয়াল ইলিয়াস উদ্দিন কাসেমী প্রমূখ ।
এ সময় বক্তারা ফ্রান্সের পণ্য বর্জন করার জন্য আহবান জানান । এছাড়া ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান । তা না হলে ঢাকায় সমাবেশের ঘোষণা দেন বক্তারা।
Leave a Reply