সংবাদদাতা: নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি( অটোরিক্সা) আরোহী ৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন। গরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন জগন্নাথপুর উপজেলার গন্ডবপুর গ্রামের আনর আলী(৩৬),ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের আব্দুস সামাদ(৩৫) ও রায়গড় গ্রামের আব্দুর রহমান( ৪০)। রাণীগঞ্জের সত্যন্দ্র সূত্রধরসহ অন্য আহতদের ইনাতগঞ্জে চিকিৎসা দেয়া হয়েছে।
Leave a Reply