-
- জাতীয়
- দক্ষিণ সুনামগঞ্জ থেকে সাকিবকে হুমকিদাতা মহসিন আটক
- আপডেট টাইম : November, 17, 2020, 9:02 am
- 316 বার
সুনামমগঞ্জ সংবাদদাতা::ক্রিকেটার সাকিব আল হাসানকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভ ভিডিওতে এসে হত্যার হুমকিদাতামহসিন তালুদার (২৬) কে আটক করেছে র্যাব। মঙ্গলবার সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রণসী গ্রাম থেকে তাকে আটক করা হয় । সেখানে এক আত্নীর বাড়িতে লুকিয়ে ছিল মহসিন।র্যাব সিপিসি ৩ কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল সত্যতানিশ্চিত করে জানান, ঘটনার পর মহসিন সিলেট থেকে পালিয়ে এসে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের রণসী গ্রামে এক আত্নীয়ের বাড়িতে আশ্রয় নেয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় । তিনি জানান,তাকে সিলেটে নিয়ে যাওয়া হচ্ছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply