সংবাদদাতা: নবীগঞ্জে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের এয়ারগানের গুলিতে মারজান মিয়া(১৮) নামে এক যুবক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মারজান উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের চাদ উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্র জানায়,সিলেটের বিশ্বনাথউপজেলার বাসিন্দা মোজাহিদ মিয়ার পুত্র রানা মিয়া(৩০) পরিবার নিয়ে পিরোজপুর গ্রামের ফজল মিয়ার বাড়ীতে ভাড়া বাসায় সববাস করতেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় পাশ্ববর্তী বাড়ীর মারজান মিয়ার সাথে রানা আহমেদের গাছে জামবুড়া ফল পারা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রানা উত্তেজিত হয়ে তার ঘর থেকে তার ক্রয়কৃত এয়ারগান দিয়ে মারজানকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। আর সেই গুলি মারজানের গলায় গুলিবৃদ্ধ হয়। সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে।
এ সময় গ্রামবাসী রানাকে আটক করে তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই শাহজাহান একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে এয়ারগানসহ তাকে আটক করে ফাঁড়িতে নিয়ে যান।
এসআই শাহজাহান সত্যতা নিশ্চিত করে জানান,এয়ারগানসহ তাকে আটক করা হয়েছে।
Leave a Reply