সংবাদদাতা::নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীতে বন্যার পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন পুলিশ সদস্যরা। অব্যাহত বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে কুশিয়ারা নদীর তীরবর্তী জনপদ ইনাতগঞ্জে প্রায় ১০/১৫টি গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ী বন্যা কবলিত হয়ে পড়ছে ।
সরেজমিনে গিয়ে দেখা পুলিশ ফাঁড়ীর নিচু তলায় প্রতিটি অফিস কক্ষ,বেড রোম,রান্না ঘরসহ প্রতিটি রুমে হাটু পানি। ফলে দুর্ভোগে পড়েছেন ফাড়ীতে নিয়োজিত পুলিশ সদস্যরা। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া বিবিয়ানা নদীর পানি গত দুই দিন ধরে অব্যাহত বৃদ্ধি পাওয়ায় ফাড়ীতে পানি প্রবেশ করেছে।
পুলিশ ইন্সপেক্টর সামছুদ্দিন খান জানান,বৃহস্পতিবার রাতে পানি বৃদ্ধি পাওয়ায় শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখি ফাড়ীর আঙ্গিনাসহ অফিস কক্ষসহ প্রতিটি রুমে পানি লেগে আছে। একটি রুমে পুলিশ সদস্যরাও ঘুমিয়ে ছিলেন। বর্তমান অবস্থাতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে জরুরী কাগজপত্রসহ সব কিছু দোতলায় নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply