হবিগঞ্জ প্রতিনিধি:: নবীগঞ্জ-বাহুবল আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর, বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা তাতী লীগের উদ্যোগে এক স্বরণসভা অনুষ্ঠিত হয়। জেলা তাতী লীগের সভাপতি মোঃ মুদ্দত আলীর সভাপতিত্বে স্বরণসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী। বক্তব্য দেন জেলা তাতী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, সহ-সভাপতি সাজু নাছের চৌধুরী প্রমুখ। এছাড়াও অনুষ্টনে আওয়ামীলীগ অঙ্গ সহযোগীসংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
Leave a Reply