সংবাদদাতাঃনবীগঞ্জে সিএনজি উল্টে নাঈম মিয়া(১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।জানাযায়,গতকাল রবিবার বিকাল সাড়ে ৫ টায় আউশকান্দি থেকে নবীগঞ্জ আসার পথে ফুটার মাটি নামক স্থানে সি এন জি উল্টে এই দূর্ঘটনাটি ঘটে।এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
।নিহত নাঈম আজমীরীগঞ্জ থানার বন শিপ্পা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে )। সে সিলেট ভাঙ্গারী দোকানে কাজ করত।দীর্ঘদীন পর সিলেট থেকে বাড়ী আসার পথে উল্লেখিত স্থানে দূর্ঘটনায় নিহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা তাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।এসময় কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Leave a Reply