বাহুবল প্রতিনিধি:: হবিগঞ্জের বাহুবল উপজেলার পিয়ারী লাল রবিদাস (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে চোলাই মদসহ আটক করেছেপুলিশ। সে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ গ্রামের রামলগন রবিদাসের ছেলে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ১টায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচার করছে এমন খবর পেয়ে কামাইছড়া পুলিশফাঁড়ির ইনচার্জ এসআই মো: মহরম আলী ও এএসআই আব্দুল কাদের জিলানী একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে ৩০ লিটার মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসআই মো: মহরম আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply