উত্তম কুমার পাল হিমেল:: নবীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ঢাকা সিলেট মহাসড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে অতিথি পাখি শিকার করার অপরাধে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন উপজেলার দেবপাড়া বাজার হতে ছায়েদ মিয়া(৪৫) নামক একজন বক পাখি বিক্রেতাকে ১০ টি বক পাখিসহ আটক করা হয়। ইতোপূর্বে তাকে গত ১৩ অক্টোবর মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড করা হয়েছিল।
পুনরায় একই অপরাধ করায় তাকে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ২০১২ এর অধীনে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন সহযোগী কর্মকর্তা বন্য প্রানী সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ এর মোফাজ্জল আলি ।
Leave a Reply