সুনামগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামের সড়ক
নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলার ঘটনায় বরখাস্তকৃত ৮ নং ইউপি সদস্য ইয়াহিয়া আহমদ সুমনকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
গত বুধবার আসামী সুমন দক্ষিণ সুনামগঞ্জ হাজির হলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালতের বিচারক ম খালেদ মিয়া। গত ৮
অক্টোবর ব্হৃস্পতিবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের আলমপুর গ্রামের একটি সড়ক নির্মাণ অনিয়মের প্রতিবাদ করায় ইউপি সদস্য ইয়াহিয়া আহমদ সুমনের লোকজন আমির হোসেন জুনেদের লোকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আমির হোসেন জুনেদ
আহমদসহ ২০ জন দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়।
Leave a Reply