নিজেস্ব প্রতিনিধি: মাহন বিজয় দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয়ের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বিজয় দিবসের প্রথম প্রহরে স্কুল প্রাঙ্গনে স্থাপিত শহীদ মিনারে ৭১ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ স্বরনে তাদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
দুপুরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মখলুছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহকারি প্রধান শিক্ষক অচিন্ত আচার্য্য। শিক্ষক শাহিনূর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য জসিম উদ্দিন, সাবেক সদস্য মোশাহিদ আলী, সাবেক মেম্বার মজুমদার আলী, ব্যবসায়ি নিতাই রায়, সুহেল চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় সাংবাদিক রাকিল হোসেন, সাংবাদিক শাহ এস এম ফরিদ, ইনাতগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার জালাল উদ্দীন, স্কুলের শিক্ষক আবদুল হামিদ, এমদাদুল হক, সুমন চন্দ্র দাস, সেবলু মিয়া, মফিজুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ, সঞ্জয় সূত্রধর, তহুরা পারভীন পপি সহ অভিভাবক বৃন্দ ও ছাত্র ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্কুলের বর্তমান প্রক্ষন শিক্ষার্থীর দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন।
Leave a Reply