জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ নিয়মিত মামলা ও পারিবারিক মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই গ্রামের মৃত আলতাফ মিয়া ছেলে মো.নজরুল ইসলাম ও কলকলিয়া ইউনিয়নের সুপার মোহাম্মদপুর গ্রামের মৃত সাজিদ উল্ল্যার ছেলে লয়লুছ মিয়া।
জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে এসআই মো. লুৎফুর রহমান এর নেতৃত্বে সংগীয় এএসআই মোক্তার হোসেন, এএসআই আবুল হোসেন, এএসআই মো. মোশাহিদ মিয়া ও এএসআই আফছার হোসেনের নেতৃত্বে একদল গ্রেফতারী অভিযান পরিচালনা করে খুন সহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো.নজরুল ইসলামকে গ্রেফতার করেন।
অপরদিকে পারিবারিক একটি মামলায় পলাতক আসামী মো. লয়লুছ মিয়া কে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
Leave a Reply