-
- জাতীয়
- নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
- আপডেট টাইম : December, 22, 2020, 3:38 pm
- 297 বার
জাবেদ তালুকদার:: নবীগঞ্জ-রুদ্রগ্রাম আঞ্চলিক সড়কের বিজনা ব্রীজ নামক স্থানে দ্রুতগতির টমটমের ধাক্কায় প্রাণ গেল আড়াই বছরের শিশু মাইশা আক্তারের। নিহত শিশু মাইশা আক্তার উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামের কছরু মিয়ার মেয়ে।
নবীগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়, আজ ২২ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর আনুমানিক ১২ ঘটিকায় উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের রুদ্রগ্রাম রোডের চানপুর-কামিরাই রোডে অবস্থানকালে ব্যাটারি চালিত দ্রতগতির একটি টমটম মাইশা আক্তারকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা টমটমকে আটক করতে পারলেও টমটম চালক পালিয়ে যায়।
ত্ৎক্ষনিক খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই (সাব-ইন্সপেক্টর) মোঃ শাহীন আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে এবং নিহত মাইশার সুরতহাল রির্পোট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply