নিজস্ব প্রতিনিধি::নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের স্থানীয় সোনাপুর বাজার, আমড়াখাইর বাল্লারহাট বাজারসহ কয়েকটি গ্রামে গণসংযোগ করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী শেখ মহিউদ্দিন আহমেদ।
গত শনিবার দিন-ব্যাপী গণসংযোগ শেষে তিনি জামেয়া ইসলামিয়া আমড়াখাইর মাদ্রাসা পরিদর্শন করে অত্র মাদ্রাসার শিক্ষকমন্ডলীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি অত্র মাদ্রাসার কাঠামোগত উন্নয়নে টিন বাবদ ২৫ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
এতে উপস্থিত ছিলেন, জামেয়া ইসলামিয়া আমড়াখাইর মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নূর হোসাইন, মাদ্রাসার মুহতামিম মাওঃ এহসানুল হক প্রমূখ।
Leave a Reply