জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় চোলাই মদ সহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার ২।গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে রহমত আলী (৩০) ও জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহাড়পাড়া ইউনিয়নের করিমপুর কামারগাঁও গ্রামের রুহুল আমিনের ছেলে মনির মিয়া।
জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার পৌরশহরের বাজারের বাবুলের চায়ের দোকানের সামনে বাজারে গলি রাস্তার উপর থেকে গত সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের সময় থানার এসআই মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৩ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ রহমত আলী (৩০)কে গ্রেফতার করেন। উক্ত বিষয়ে এসআই মোহাম্মদ হাবিবুর রহমান বাদী হয়ে থানায় এজাহার দায়ের করিলে আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
পৃথক আরেকটি অভিযান পরিচালনা করিয়া থানার এসআই আতিকুর রহমান খন্দকার জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মনির মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতাকৃত আসামীদের গতকাল বুধবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply