নবীন, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা মামুন ও ছায়েদ এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর উদ্যোগে উপজেলা সেবারহাট বাজারে দলীয় নেতা-কর্মীদের নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন থেকে তারা জানান, গত ৩০ জানুয়ারী সন্ধ্যার সময় ৬০-৭০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র হাতে নিয়ে ছাত্রলীগ নেতা মামুন ছায়েদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে প্রথমে সেনবাগ হাসপাতালে পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। এই ঘটনায় তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন,সেনবাগ উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন বাপ্পি,মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগ সেক্রেটারি আশরাফুল আলম শাওনসহ বিভিন্ন নেত্ববৃন্দ।
Leave a Reply